শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭

স্টিল লাইফ


অনেক দিন ধরে মেহেদি ভাই এর সাজেস্ট করা একটা বই পড়ব পড়ব করে পড়া হচ্ছিল না। কদিন আগে কানাডা থেকে আমার এক ফ্রেন্ডের আসার কথা জেনে ভাবলাম বই টা হার্ড কপি এনে পড়ে ফেলি। এবং আনার পরে বইটা পড়ে মনে হল পুরোপুরি পয়সা উসুল! বইটার নাম বলে রাখি- জেমস গর্নি এর Color and Light. ডাইনোটোপিয়ার আর্টিস্ট এই বইতে আসলে কালার কখন কিভাবে কেন কেমন দেখায় এগুলোই বুঝানোর চেষ্টা করেছেন তার বিভিন্ন লাইভ স্টাডি বা স্টূডিও ওয়ার্কের রেফারেন্স টেনে। বই পড়ে অনেক কিছুই বুঝিনি ( আরো দুই বার পড়তে হবে) কিন্তু একটা আইডিয়া ভাল লাগল সেটা হচ্ছে কালার গামুট। সোজা ভাষায় এটা হচ্ছে গোটা কালার হুইলের একটা ছোট অংশ বেছে নেওয়া এবং সেই ছোট অংশ এর ভ্যালু, কমপ্লিমেন্ট, মিক্স, ম্যাচ করে ওয়ার্ম কুল নিউট্রাল ভ্যালু বের করা। এরপর সেই কালার প্যলেট নিয়ে স্টাডি। এটা প্র্যাকটিসের জন্য টুকটাক কিছু স্টিল লাইফ স্টাডি করলাম। সেগুলি এবার ব্লগে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন