বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮

স্ট্রাগল ইজ অন

নতুন বছরের প্রথম ব্লগ পোস্ট। অনেক দিন ধরে নানান রকম কাজের চাপে সময় করে উঠতে পারছি না কাজ গুলো গুছানোর। ব্লগেও লেখা হচ্ছে না, কোথাও ঠিক ভাবে পোস্ট ও করা হচ্ছে না। অনেক কাজ হচ্ছে কিন্তু সব গুলোই বিচ্ছিন্ন ভাবে। ঠিক ভাবে কেন যেন কোন কাজ শেষ করে উঠতে পারছি না। এই সব স্ট্রাগলের মধ্যেই গত বছরের করা কিছু ওয়েব কমিক ব্লগে দিয়ে শুরু করি এই বছরের হালখাতা।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন