ফেসবুকে আমার পেজে বেশির ভাগ কাজই দেখা যায় আমার নিজের ক্যারেক্টারের বিভিন্ন সিচুয়েশানের কার্টুন ইলাস্ট্রেশান। তো এভাবে অনেক দিন আকতে আকতে নিজের একটা ক্যারেক্টার তৈরী হয়ে গেছে ইলাস্ট্রেশানে-যেকোন কম্পোজিশনে গেটিস মুখস্ত ক্যারেক্টার হিসেবে দেখা যায় কুইক একে ফেলি সেটা। ক্যারেক্টার টা নিয়ে বেশ কিছু এক্সপ্লোরেশানের কাজ করেছিলাম সেগুলো ব্লগে দিয়ে রাখি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন