বুধবার, ৩ এপ্রিল, ২০১৩

কমিক ওয়ার্ক শপ

গত ২৯ মার্চ ২০১৩ তে হয়ে গেল প্রথম কমিক বুকের ওয়ার্ক শপ-আয়োজন করে ফানুষ ম্যাগাজিনের মেহেদি ভাই এবং ওয়ার্কশপ পরিচালনায় ছিলেন কার্টুনিস্ট মেহেদি হক এবং শামীম আহমেদ এবং সৌভাগ্যক্রমে আমি ও ছিলাম ওয়ার্ক শপে অংশগ্রহন কারীদের তালিকায়। সারাদিনের ওয়ার্কশপের কার্যতালিকার শুরুতে ছিল বাইরের কমিক ইন্ডাস্ট্রির সাথে পরিচয়, আমাদের দেশের প্রেক্ষিতে কমিক বুকের অবস্থা এবং ভবিষ্যত বিষয়ক কিছু শুষ্কং কাষ্ঠং বক্তব্য। এরপর ছিল স্টোরি টেলিং, ক্যারেক্টার ডিজাইনিং, কমিক বুক থাম্বনেইলিং, লে আউট, পেন্সিলিং, ইংকিং এবং সব শেষে কালারিং নিয়ে আলোচনা। গ্রুপে ভাগ করে সবাইকে আলাদা আলাদা স্টোরিতে ক্যারেক্টার বানিয়ে এক পেজ কমিক করতে বলা হয়। দিন শেষে প্রচুর পরিমান সিংগারা, কোক ইত্যাদি গলাধঃ করন করে সবাই বাড়ি ফিরে আসি! 

কিছু টুকরো ছবি ওয়ার্কশপের সারাদিনের। 







আমাদের গ্রুপের করা এক পেজ কমিক-পেন্সিল ইংক এবং ফটোশপ কালার।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন