কয়েকদিন আগে শিখলাম নতুন একটা জিনিস-ছবিতে টেক্সচার যোগ করা। টেক্সচার যোগ করলে যেটা হয় যেকোন রং ফ্ল্যাট দিলে যে একটা ক্যাটকেটে ভাব থাকে সেটা অনেকটাই কেটে যায়। এটা দেখার পর যেটা দেখলাম যে দেশি জিনিসপত্র আঁকতে গেলে আমাদের দেশি টেক্সচার ব্যবহার করা জরুরী। তাই ইদানিং রাস্তা ঘাটে ঘুরা ঘুরির সময় কিছু জিনিসের টেক্সচার ছবি তুলে রেখে দিচ্ছি।
এবারের পোস্টে এমন কিছু টেক্সচার এর ছবি।
০১- প্লাইউড
০২-মাটি
০৩-কাঠ
০৪-মোজাইক
০৫-পোড়া ছাই
০৬-ইট খোয়া
০৭-দোকান শাটার
০৮-দেয়াল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন