মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩

খাতা থেকে-০১

স্কেচবুকিং করার অভ্যাসটা মুলত গড়ে উঠেছিল ফেসবুকের কল্যানে। আকান্তিস গ্রুপে যাতায়াতের মাধ্যমে স্কেচবুকিং শুরু হয় এবং এখনো চলছে। সময় কাটাবার খুব মজার একটা হবি! কাজটা খুব সোজা, রাস্তা ঘাটে চলাফেরার সময় যা দেখা সেটাই খুব রাফভাবে খাতায় এঁকে ফেলা! স্কেচবুকের আঁকিবুকি নিয়ে খাতায় একটু ঘষা মাজা করে যা দাঁড়াল সেটা এমন! 

 * ওয়েব কমিক স্ট্রিপ বানাবার কথা ভাবতেছি! খুব সিম্পল ধরনের ক্যারেক্টার নিয়ে! খসড়া ডিজাইন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন