বুধবার, ২৬ জুন, ২০১৩

Fall Out Boys - Fan Art

অনেক দিন ভাল পাঙ্ক মিউজিকের ক্ষরায় ভুগতেছিলাম-সেই অভাব পুরন হইল Fall Out Boys এর Save Rock and Roll album দ্বারা! Light 'em up, Alone together, Where did the party go, Miss Missing you সব গুলা গান-ই চখাম! ব্যান্ড মেম্বার দের ক্যারিকেচার কাম পোর্ট্রেট পোস্ট-একই সাথে ফিগার, জেশচার, কালার স্টাডি ঝালিয়ে নিলাম-কালার পিকার ছাড়া রঙ করার চেষ্টা করলাম জাস্ট ফটো দেখে দেখে।






একই সাথে পেন্সিল আর ইংক ও দিয়ে রাখলাম। সেইসাথে একটা WIP!




ফ্ল্যাট কালার ব্লক করে তারপরে হালকা কন্ট্রাস্টে করা ডিটেল

রবিবার, ২৩ জুন, ২০১৩

ধানমন্ডি

ধানমন্ডি লেকের আশপাশে ঘুরে ঘুরে ছবি তুললাম কিছু। ব্যাকগ্রাউন্ড হিসাবে আঁকার জন্য এলিমেন্ট নিয়ে কম্পোজিশন বানাবার চেষ্টা করতেছি। এখনো বিষয়টা অনেক কনফিউজিং। সেই সাথে কম্পোজিশন এর জ্ঞান ও অনেক কম বুঝতে পারতেছি। যাই হোক, কিছু প্রচেষ্টা ব্লগে দিয়ে রাখিলাম। সামনে আরো কিছু পোস্ট নিয়ে আসতে পারব আশা করি।


বসার বেঞ্চ

বটতলা
জাহাজ বাড়ি




সোমবার, ১৭ জুন, ২০১৩

দস্তাবেজ-০১

বিভিন্ন ধরনের কাজ কর্ম একসাথে করে খিচুড়ি পোস্ট চলবে দস্তাবেজ সিরিজে। গত ক দিনে করা কিছু কাজ নিয়ে প্রথম পোস্ট। ইদানিং ব্রাশ জেশচার স্টাডি এর সাথে সাথে কালারে কিছু জিনিস শেখার চেষ্টা করছি। একই সাথে প্র্যাকটিশ চলছে মেহেদি ভাই এর চেকার বোর্ড নিয়মে ইংকিং এর।



দেহরক্ষী ছবি দেখে আসলাম বলাকাতে। ছবি দেখে অবশ্য হতাশ, কাহিনী এত দুর্বল নিয়ে ছবি করা যায় কেমনে আমার মাথায় আসে না। তাও ভাল প্রচেষ্টা, সাধুবাদ জানাই। আমার পাশেই একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন যিনি এই ছবি তৃতীয় বারের মত দেখতে আসছেন হলে-সুখবর ই বলা যায়!

এক ভাইয়ার রিকোয়েস্টে ক্যারিকেচার কাম রেট্রো কার্টুন পোর্ট্রেট!

আই বি এ এর এম বি এ অ্যাডমিশন পরীক্ষা দিতে গেলাম। হলে ঢুকে সিরিয়াসলি পরীক্ষা দিব কি-দুই গার্ড স্যারকে দেখে মাথায় দুই ক্যারেক্টার ঘুর পাক খাওয়া শুরু করে দিল!

রূপসী বাংলায় আইসক্রিম ফেস্ট, চারিপাশে আইস্ক্রিমের মেলা, আমি খাতা কলম নিয়ে জেশচার স্টাডি চালাচ্ছি। খাতা থেকে আইডিয়া নিয়ে পরে আঁকা ক্যারেক্টার।




শুক্রবার, ৭ জুন, ২০১৩

ইলাস্ট্রেশন

খনার বচন নিয়ে একটা প্রজেক্টের জন্য কিছু ইলাস্ট্রেশন করেছিলাম। তার মধ্যে কিছু রিজেক্টেড ছবি ব্লগে দিয়ে রাখলাম! :)





ঢাকা কমিক্স থেকে বের হতে যাচ্ছে কমিক ডাইজেস্ট-জিতুর নতুন কমিকের কাজ করছি। আশা করি শীঘ্রই আপডেট জানাতে পারব। :)

শনিবার, ১ জুন, ২০১৩

ক্যারেক্টার স্টাডি

আশির দশকের পুরাতন বুয়েটের কিছু ছবি দেখলাম ফেসবুকে বড় ভাইদের কল্যানে। ছবিগুলো দেখে কুইক ফটো রেফারেন্স স্টাডি-আশির দশকের ফ্যাশানের সাথে দেখলাম মাফলার, সাদা কেডস, গোঁফ, মোটা ফ্রেমের চশমা ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন সময়ের বাংলাদেশের ছবি নিয়ে আরো স্টাডি করার ইচ্ছা আছে।

বুয়েটের ৮৬ ব্যাচের ভাইয়াদের স্টাইলিশ ছবি!


হালের ক্রেজ বাইকিং-ঢাকায় ইদানিং কালে রাস্তা ঘাটে চোখে পড়ে সাইকেল চালক দের ভিড়! বাইকার ক্যারেক্টার স্টাডি।

bad ass or not bad ass? :P