সোমবার, ১৭ জুন, ২০১৩

দস্তাবেজ-০১

বিভিন্ন ধরনের কাজ কর্ম একসাথে করে খিচুড়ি পোস্ট চলবে দস্তাবেজ সিরিজে। গত ক দিনে করা কিছু কাজ নিয়ে প্রথম পোস্ট। ইদানিং ব্রাশ জেশচার স্টাডি এর সাথে সাথে কালারে কিছু জিনিস শেখার চেষ্টা করছি। একই সাথে প্র্যাকটিশ চলছে মেহেদি ভাই এর চেকার বোর্ড নিয়মে ইংকিং এর।



দেহরক্ষী ছবি দেখে আসলাম বলাকাতে। ছবি দেখে অবশ্য হতাশ, কাহিনী এত দুর্বল নিয়ে ছবি করা যায় কেমনে আমার মাথায় আসে না। তাও ভাল প্রচেষ্টা, সাধুবাদ জানাই। আমার পাশেই একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন যিনি এই ছবি তৃতীয় বারের মত দেখতে আসছেন হলে-সুখবর ই বলা যায়!

এক ভাইয়ার রিকোয়েস্টে ক্যারিকেচার কাম রেট্রো কার্টুন পোর্ট্রেট!

আই বি এ এর এম বি এ অ্যাডমিশন পরীক্ষা দিতে গেলাম। হলে ঢুকে সিরিয়াসলি পরীক্ষা দিব কি-দুই গার্ড স্যারকে দেখে মাথায় দুই ক্যারেক্টার ঘুর পাক খাওয়া শুরু করে দিল!

রূপসী বাংলায় আইসক্রিম ফেস্ট, চারিপাশে আইস্ক্রিমের মেলা, আমি খাতা কলম নিয়ে জেশচার স্টাডি চালাচ্ছি। খাতা থেকে আইডিয়া নিয়ে পরে আঁকা ক্যারেক্টার।




1 টি মন্তব্য: