ধানমন্ডি লেকের আশপাশে ঘুরে ঘুরে ছবি তুললাম কিছু। ব্যাকগ্রাউন্ড হিসাবে আঁকার জন্য এলিমেন্ট নিয়ে কম্পোজিশন বানাবার চেষ্টা করতেছি। এখনো বিষয়টা অনেক কনফিউজিং। সেই সাথে কম্পোজিশন এর জ্ঞান ও অনেক কম বুঝতে পারতেছি। যাই হোক, কিছু প্রচেষ্টা ব্লগে দিয়ে রাখিলাম। সামনে আরো কিছু পোস্ট নিয়ে আসতে পারব আশা করি।
![]() |
| বসার বেঞ্চ |
![]() |
| বটতলা |
![]() |
| জাহাজ বাড়ি |



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন