শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫

রূপকথা কমিক

কমিক দূঃখী রাজকন্যার গল্প নিয়ে আগে এক দিন কথা বলেছিলাম। অনেক আলসেমি গড়িমসি করে সেই কমিক শেষ করলাম-বেশ কয়েকজনকে দিয়ে পড়িয়ে রিভিউ ও করালাম। এর মধ্যে আকান্তিসে কমিকের এক পেজ দেখে সিমু ভাই বললেন এটা কিশোর আলো তে দেয়া যায় নাকি। পাঠিয়ে রাখলাম কমিক তারপরে অবশেষে সেপ্টেম্বর ২০১৫ কিশোর আলো তে প্রকাশিত হয়ে গেল ৩২ পেজের পুরো গল্প। স্ন্যাপশট ব্লগে দিয়ে রাখলাম। সামনে এমন আরো কিছু করার ইচ্ছে আছে। আবার বুঝতেছি কমিকে গল্পটাই আসল।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন