খুলনায় কলেজে থাকতে এক জিমে ব্যায়াম করতাম। এখনো মনে আছে কম্পিউটার কোচিং শেষ করে রিকশা নিয়ে শিববাড়ি মোড়, হোটেল মিলেনিয়ামের নিচতলার ছোট্ট এক রুমের জিমটা। সেই জিমে না ছিল ইন্সট্রাকটর, না ছিল অনেক ইন্সট্রুমেন্ট। দুই এক জন বড়ভাই দেখিয়ে টেখিয়ে দিতেন, হাবি জাবি ডন বৈঠক মারলাম মাস চারেক তারপর বন্ধ হয়ে গেল। ঢাকায় এসে প্রথম প্রথম থাকতাম মোহাম্মদপুর। আবার ব্যায়ামের ভুত মাথা চাড়া দিল, ভর্তি হয়ে গেলাম জিমে। এবারের জিম বড়সড়, এবারের জিমে স্পা আছে, এবারের জিমে আছে ইন্সট্রাকটর। তবে সমস্যা হয়ে গেল ধানমন্ডি জিগাতলার এই জিমের সাথে লাগোয়া ইয়াম ইয়াম নামে একটা ফাস্টফুডের দোকান ও ছিল। জিম করে নেমে বার্গার আর কোক খেতে খেতে দেখলাম জিমটা করে তেমন সুবিধা হচ্ছে না। দিলাম ছেড়ে। আজিমপুরে এসে ওঠার পর বুয়েটের জিমে চলল মাস দুয়েক ব্যায়াম। কিন্তু আলসেমি ইত্যাদি ইত্যাদি করে আর হয়ে উঠল না।
বাসার পাশের গলিতেই ক'দিন আগে এক জিমের খোজ পেলাম। পুরনো জিম প্রীতি মাথা চাড়া দিয়ে উঠল-নতুন উদ্যমে শুরু করে দিলাম। দেখা যাক এবার ক দিন যায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন