আঁকান্তিসে Heroweek চলতেছে-সবাইকে নিজের ছেলেবেলার হিরো কে আঁকতে হবে। ছোটবেলার হিরোদের কথা যখন ভাবতে বসলাম একসাথে অনেক গুলো নাম মাথায় চলে আসল। একবার রবিন হুডের সাথে ঘুরে আসছি শেরউডে, তো কিছু ক্ষন পরেই আবার সিনবাদের সাথে যাদুকর ডিমডিমের দ্বীপে, এর মধ্যেই ফেলুদা ডাক দিচ্ছে গ্যাংটকে গন্ডগোল সামলাতে। একবার ভাবছি আলিফলায়লার খারাপ আত্মা ডাইনি এর মোকাবেলা কিভাবে করব, পরক্ষনেই আর্থ ফাইনাল কনফ্লিক্টে জড়িয়ে পড়ছি এলিয়েন দের সাথে। প্রফেসর শংকু এর সাথে তিব্বতে যাব নাকি টিনটিনের সাথে নামব হাঙ্গর হ্রদের রহস্য ভেদ করতে, চাচা চৌধুরী এর মগজ বেশি শক্তি ধরে নাকি হারকিউলিসের বাইসেপ, সিম্বা দা লায়ন নাকি টারজান আর জর্জ অব দা জঙ্গল-ধুত্তুরি সব ছেড়ে ছুড়ে ডেনিস দা মিনেস এর সাথেই বাঁদরামি করেই তো সময় কাটিয়ে দেয়া যায়!
অসংখ্য ক্যারেক্টার, হাজার হাজার গল্প, কোনটা ছেড়ে কোনটার কথা বলব? যাই হোক-ছোটবেলার কথা ভাবলেই মনের মধ্যে এক পশলা আনন্দ ঝিক মিক করে উঠে। শুরু করলাম আঁকা সিন্দাবাদ দিয়ে-সপ্তাহ জুড়ে চলবে স্মৃতিচারন!
অসংখ্য ক্যারেক্টার, হাজার হাজার গল্প, কোনটা ছেড়ে কোনটার কথা বলব? যাই হোক-ছোটবেলার কথা ভাবলেই মনের মধ্যে এক পশলা আনন্দ ঝিক মিক করে উঠে। শুরু করলাম আঁকা সিন্দাবাদ দিয়ে-সপ্তাহ জুড়ে চলবে স্মৃতিচারন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন