অনেক অনেক অনেক দিন পর ব্লগে লিখতে বসলাম! অনেক দিন পর ব্লগে ঢুকে কেমন ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। যাই হোক-নানা চড়াই উতরাই এর মধ্য দিয়ে ২০১৬ শেষের পথে প্রায় এবং জানুয়ারির পর এই নভেম্বরে আবার ব্লগর ব্লগর করতে বসা হল! বছরের ঘটনা দুর্ঘটনা পরে বলা যাবে-আজকে পোস্ট লিখতে বসলাম একটা টিউটো পোস্ট হিসাবে।
আঁকান্তিসে রোমেলের একটা আঁকা দেখে কিছু চিন্তা মাথায় আসল সেগুলাই শেয়ার করা। একটা একটা করে আসি। প্রথমে পোস্ট করা ছবিটা দেই।
ছবিতে প্রথমে যেটা চোখে লাগে সেটা হাতের কন্সট্রাকশোন-এবং লাইট সোর্সের দিকে শ্যাডো। কালার প্যালেট খুবই মজার-তাই নিজে কালার প্যালেটটা টেস্ট এবং কিছু বিষয় সহজ করে বুঝে নেবার জন্য টিউটো পোস্ট করতে বসলাম।
আঁকান্তিসে রোমেলের একটা আঁকা দেখে কিছু চিন্তা মাথায় আসল সেগুলাই শেয়ার করা। একটা একটা করে আসি। প্রথমে পোস্ট করা ছবিটা দেই।
ছবিতে প্রথমে যেটা চোখে লাগে সেটা হাতের কন্সট্রাকশোন-এবং লাইট সোর্সের দিকে শ্যাডো। কালার প্যালেট খুবই মজার-তাই নিজে কালার প্যালেটটা টেস্ট এবং কিছু বিষয় সহজ করে বুঝে নেবার জন্য টিউটো পোস্ট করতে বসলাম।
প্রথমে কন্সট্রাকশন টা নিজের কাছে বুঝে নিতে হবে। কন্সট্রাকশনে বল সিলিন্ডার ইত্যাদি ইত্যাদি এর সাথে প্লেন শিফট কোথায় হচ্ছে সেটা মাথায় রাখতে হবে। লাইট প্লেন এর শিফট যেখানে হবে সেখানে সব থেকে উজ্জ্বল দেখাবে।
এরপর কন্সট্রাকশনের উপরে লাইন ড্রয়িং বা পেইন্টিং যেটাই করতে চাই সেটা শুরু করি। ফ্ল্যাট কালার ব্লক করে নিলাম।
হিউ ভ্যারিয়েশান-মানে ফ্ল্যাট কালারের মধ্যে কিছু কিছু জায়গায় অন্য কালারের ব্লেন্ড নিয়ে আসা। এটার সাথে লাইট শেডের কিনতু সম্পর্ক নেই। স্কিন এর কিছু জায়গায় রেডিশ কালার থাকে-কোথাও ডিস্যাচুরেটেড কালার থাকে। এগুলা দিয়ে ফর্মেও ডেফিনেশান আনা সম্ভব।
এরপর একটা লাইট সোর্স ধরে নিয়ে লাইট আর শ্যাডো ফেলা। এখানে শেড দিয়ে মুখ এবং গলার মধ্যে পার্থক্য করা হল। তারপরে ডান হাতকে ফিগার থেকে আলাদা করে নিলাম। হাইলাইট গুলো ফেললাম প্লেন শিফট ফলো করে।
শেষ ধাপে একটা ব্যাকলাইট নিলাম সেকেন্ডারি লাইট সোর্স হিসাবে। এই ব্যাকলাইটটা অনেক সাহায্য করবে ছবির বাম পাশের ফর্ম গুলাকে আরো পরিষ্কার ভাবে বুঝাতে। পুরা ছবিটা কুল কালারে থাকায় ব্যাকলাইট হিসাবে একটা "গরম" হলুদ কালার দিয়ে দিলাম।
এই ছিল টিউটো পোস্ট! ব্লগে আবার রেগুলার হওয়ার চেষ্টা করব-এখন এ পর্যন্তই!
জোশ বস জোশ। :D এটাই তো চাই ।
উত্তরমুছুনখুব ভালো লাগলো
উত্তরমুছুনগ্রেট বস। এই পোস্ট টাই দরকার ছিল।
উত্তরমুছুন(Y)
উত্তরমুছুনএইটার ভিডিও চাই ভাই
উত্তরমুছুনএটার ভিডিও করা হয় নাই!
মুছুন