লাইভ স্কেচ করার প্রথম রুল হল লাইভ স্কেচ করার কোন রুল নেই।
( এই লাইনটা শুধু নাটকিয়তা বাড়ানোর জন্য!)
তবে আসলেই লাইভ স্কেচিং এর কোন রুল নেই-একটা নির্দিষ্ট স্টাইলেই করতে হয় স্কেচবুক এমন কোন বাঁধাধরা নিয়ম নেই। তবে স্কেচবুক করার সময় কেন করছি সেটা মাথায় রাখলে পরে স্কেচবুক কাজে লাগান যায়।
স্কেচবুক করার কারন থাকতে পারে-
১। জেশচার ড্রয়িং-মানুষ জন, পশু পাখি, হাঁটাচলা, সেলফি তোলা ইত্যাদি ইত্যাদি
২। এনভায়রনমেন্ট ড্রয়িং-বাড়িঘর, গাছ পালা, রাস্তা ঘাট, ডাস্টবিন, ল্যাম্প ইত্যাদি ইত্যাদি
৩। টেক্সচার ড্রয়িং-গাছের পাতা, ফুটপাতের প্যাটার্ন, দেয়ালের ডিজাইন, বিল্ডিং এর জানালা ইত্যাদি ইত্যাদি
৪। স্টাইল-মানুষ জনের ফর্ম, শার্টের কাট, কামিজের ডিজাইন, মাফলারের স্টাইল ইত্যাদি ইত্যাদি
এবং আরো হাজার রকম কারন।
যে কারনে স্কেচবুক করছি সেটা ঠিক করে নিলে সেইখানে ফোকাস করে আঁকা যায়। শুরুর দিকে এটা কাজে দেয় অনেক কারন তা না হলে অনেক লেয়ার কাজ মাথার মধ্যে একসাথে কাজ করতে থাকে যেটা লুজ ড্রয়িং কে আটকে ফেলে। জেশচার আকতে যেয়ে জামার ভাজ, হাতের সিগারেট, পায়ের স্যান্ডেল, ল্যাম্পপোস্টের আলো, ফলের দোকানদারের ভ্যান ইত্যাদি ইত্যদিতে ফোকাস করলে লুজ জেশচার ধরতে সমস্যা হয়। অনেক আঁকতে আঁকতে প্র্যাকটিস হবার পর সব লেয়ার একসাথে মাথায় নিয়ে স্কেচবুকেই কমপ্লিট ড্রয়িং এর মত কাজ করা যায় তবে সেটা অনেক দিক স্কেচবুক করার পরে।
যারা স্কেচবুক শুরু করছেন তাদের জন্য সব থেকে কাজে দিবে জেশচার ড্রয়িং-এবং সাথে ছোট ছোট এনভায়রনমেন্ট স্টাডি। লাইভ জেশচার ড্রয়িং এ যেটা মাথায় রাখতে হবে-
১। দুনিয়ায় কেউ কারো জন্য অপেক্ষা করে না-(নাটকিয়তা) রাস্তায় লোকজন ছুটা ছুটি এর মধ্যেই থাকবে। তার মধ্যে জেশচার আঁকতে হলে যত দ্রুত পারা যায় আঁকতে হবে। এজন্য ডিটেল বাদ দিতে হবে।
২। জামার ভাঁজ, প্যান্টের ভাঁজ, ব্যাগের স্ট্র্যাপ ইত্যাদি ইত্যাদিতে ফোকাস না করা।
৩। ডিটেল ছাড়া জেশচার আকার জন্য চোখ মুখ নাক কান বাদ দিয়ে মাথা এর জন্য জাস্ট একটা
লাইন বা গোল ফর্ম মাথা যেই ডিরেকশানে থাকবে সেই ডিরেকশানে দেয়া যেতে পারে।
৪। হাত পা জুতা মোজা না এঁকে হাতের ফ্লো বা ডিরেকশান ধরা এবং পা এর ডিরেকশান ধরা।
৫। হাতের আঙ্গুল তালু এগুল না এঁকে পুরো হাত (কাঁধ থেকে আঙ্গুলের ডগা পর্যন্ত) জিনিসটাকে একটা টিউবের মত ভেবে আঁকা।
আমার স্কেচবুক থেকে কিছু প্র্যাকটিস!
( এই লাইনটা শুধু নাটকিয়তা বাড়ানোর জন্য!)
তবে আসলেই লাইভ স্কেচিং এর কোন রুল নেই-একটা নির্দিষ্ট স্টাইলেই করতে হয় স্কেচবুক এমন কোন বাঁধাধরা নিয়ম নেই। তবে স্কেচবুক করার সময় কেন করছি সেটা মাথায় রাখলে পরে স্কেচবুক কাজে লাগান যায়।
স্কেচবুক করার কারন থাকতে পারে-
১। জেশচার ড্রয়িং-মানুষ জন, পশু পাখি, হাঁটাচলা, সেলফি তোলা ইত্যাদি ইত্যাদি
২। এনভায়রনমেন্ট ড্রয়িং-বাড়িঘর, গাছ পালা, রাস্তা ঘাট, ডাস্টবিন, ল্যাম্প ইত্যাদি ইত্যাদি
৩। টেক্সচার ড্রয়িং-গাছের পাতা, ফুটপাতের প্যাটার্ন, দেয়ালের ডিজাইন, বিল্ডিং এর জানালা ইত্যাদি ইত্যাদি
৪। স্টাইল-মানুষ জনের ফর্ম, শার্টের কাট, কামিজের ডিজাইন, মাফলারের স্টাইল ইত্যাদি ইত্যাদি
এবং আরো হাজার রকম কারন।
যে কারনে স্কেচবুক করছি সেটা ঠিক করে নিলে সেইখানে ফোকাস করে আঁকা যায়। শুরুর দিকে এটা কাজে দেয় অনেক কারন তা না হলে অনেক লেয়ার কাজ মাথার মধ্যে একসাথে কাজ করতে থাকে যেটা লুজ ড্রয়িং কে আটকে ফেলে। জেশচার আকতে যেয়ে জামার ভাজ, হাতের সিগারেট, পায়ের স্যান্ডেল, ল্যাম্পপোস্টের আলো, ফলের দোকানদারের ভ্যান ইত্যাদি ইত্যদিতে ফোকাস করলে লুজ জেশচার ধরতে সমস্যা হয়। অনেক আঁকতে আঁকতে প্র্যাকটিস হবার পর সব লেয়ার একসাথে মাথায় নিয়ে স্কেচবুকেই কমপ্লিট ড্রয়িং এর মত কাজ করা যায় তবে সেটা অনেক দিক স্কেচবুক করার পরে।
যারা স্কেচবুক শুরু করছেন তাদের জন্য সব থেকে কাজে দিবে জেশচার ড্রয়িং-এবং সাথে ছোট ছোট এনভায়রনমেন্ট স্টাডি। লাইভ জেশচার ড্রয়িং এ যেটা মাথায় রাখতে হবে-
১। দুনিয়ায় কেউ কারো জন্য অপেক্ষা করে না-(নাটকিয়তা) রাস্তায় লোকজন ছুটা ছুটি এর মধ্যেই থাকবে। তার মধ্যে জেশচার আঁকতে হলে যত দ্রুত পারা যায় আঁকতে হবে। এজন্য ডিটেল বাদ দিতে হবে।
২। জামার ভাঁজ, প্যান্টের ভাঁজ, ব্যাগের স্ট্র্যাপ ইত্যাদি ইত্যাদিতে ফোকাস না করা।
৩। ডিটেল ছাড়া জেশচার আকার জন্য চোখ মুখ নাক কান বাদ দিয়ে মাথা এর জন্য জাস্ট একটা
লাইন বা গোল ফর্ম মাথা যেই ডিরেকশানে থাকবে সেই ডিরেকশানে দেয়া যেতে পারে।
৪। হাত পা জুতা মোজা না এঁকে হাতের ফ্লো বা ডিরেকশান ধরা এবং পা এর ডিরেকশান ধরা।
৫। হাতের আঙ্গুল তালু এগুল না এঁকে পুরো হাত (কাঁধ থেকে আঙ্গুলের ডগা পর্যন্ত) জিনিসটাকে একটা টিউবের মত ভেবে আঁকা।
আমার স্কেচবুক থেকে কিছু প্র্যাকটিস!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন