মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬

ফ্যান ফিক কমিক

গ্রাফিক নভেল বা কমিক করার একটা বড় চ্যালেঞ্জ স্টাইল ফিক্স করা। অনেক ডিটেল কিছু করব ভেবে ভেবে অনেক কাজ শেষ মেষ শুরুই করা হয়নি। আবার অনেক সময় দেখা গেছে এক দুই পেজ করার পর কাজটা আর সময়ের অভাবে এগোতে পারিনি। আসলে একটা কমিক এক হাতে নামান অনেক সময় সাপেক্ষ একটা কাজ। কমিকে স্টোরিবোর্ডিং, পেন্সিলিং, ইঙ্কিং, ডায়লগ সেটিং, কালারিং ইত্যাদি ইত্যাদি করে এক একটা পেজ নামান অনেক সময়ের ব্যাপার। এজন্য দেখা যায় গ্রাফিক নভেলে গল্প যেভাবে বলতে চাই অনেক সময় ড্রয়িং এর সময়ের জন্য কম্প্রোমাইজ করতে হয়। অথবা ড্রয়িং শেষ করতে পারব না এই ভয়ে শুরুই করা হয়না। অথবা পুরো বই তে এক স্টাইলে থাকা হয় না-খুব ডিটেলে শুরু করে শেষের দিকে সেই জোশ আর ধরে রাখতে পারি না।

এই সব ভাবনা থেকে গল্প নিজের মত করে বলার চেষ্টায় দুঃখী রাজকন্যার গল্প নামে একটা ছোট গ্রাফিক নভেল করেছিলাম। ড্রয়িং কেমন হচ্ছে এই চিন্তা বাদ দিয়ে গল্পটা কিভাবে বললে কত গুলো ফ্রেমে বললে নিজের কাছে ভাল লাগে সেটার একটা চেষ্টা চালাই। ল্যাসো দিয়ে আঁকার রাফ স্টাইলটা ওখান থেকে ডেভেলপ করি। এরপর স্টাইল টা আর এক্সপ্লোর করা হয় নাই তেমন কমিক বুকে।

কিছু দিন আগে থেকে একটা বড় আকারের গ্রাফিক নভেল নিয়ে কাজ করার প্ল্যান করছি। প্ল্যানিং এর শুরুতে আবার এসে আটকাই স্টাইলে। বাইরের অনেক গ্রাফিক নভেল দেখেছি সিম্পল সাদা কালো টোনে দারুন ভাবে আঁকা। আঁকার ধরন দেখলেই মনে হয় কোন রকম চিন্তা ছাড়া অনেক এঞ্জয় করে আঁকা। কিন্ত আমি পেন টুল ইংকিং এ আসলেই আটকে যাই-চিন্তা ভাবনা ছাড়া আকতে পারি স্কেচবুকিং এ-ল্যাসোটুল দিয়ে। কিন্ত আমার ল্যাসো টুল দিয়ে রাফ আঁকা তো দেখি না কারো গ্রাফিক নভেলে। তাই মনে মনে একটা ভয় লাগে-এভাবে আঁকলে আসলেই কি হচ্ছে কিছু? এটা কি রিডেবল একটা স্টাইল? এইভাবে সিরিয়াস গল্প কি করা সম্ভব?

এসব সাত পাচ ভাবতে ভাবতে আইডিয়া গুলোতে মরচে ধরতে থাকে। তাই ভাবলাম যা থাকে কপালে-নামায় দেই! পরের টা পরে দেখা যাবে।

স্টাইল টেস্ট করার জন্য একটা ফ্যান ফিক স্টোরি ছিল মাথায়-সেটাকে সাজিয়ে লিখে ফেলে পেজ ডিস্ট্রিবিউশান করে ল্যাসো টুলে শুরু করে দিলাম আঁকা। টিজার দুই পেজ ব্লগে! আশা করি শীঘ্রই বড় নভেল টায় হাত দিতে পারব।



২টি মন্তব্য:

  1. আউট লাইন ছাড়া আঁকেন বস দেখবেন আপনাকেই সবাই ফলো করবে।
    স্টোরিটা মজার মনে হচ্ছে রিশাদের মত।

    উত্তরমুছুন
  2. গল্পটা কিছুটা আয়নাবাজি ছবির মত মনে হইতেছে বাট ভাল হবে আশা করি

    উত্তরমুছুন