রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬

ঝামেলা

ঢাকা কমিক্স থেকে এবার মেলার জন্য কাজী আনোয়ার হোসেনের পঞ্চ রোমাঞ্চ বইয়ের কমিক অ্যাাডাপটেশানের কাজ চলছে। পাঁচটা গল্প-পাঁচজন আর্টিস্ট আঁকছেন। রীতিমত লটারি করে ঠিক করা হয়েছে কোন গল্প কে আঁকবে। শেষ মেষ লাইনআপ দাঁড়াল এমনঃ

০১। পরকীয়া-সম্পদ ভাই
০২। অন্য কোথাও-আরাফাত
০৩। ক্যান্সার-মেহেদি ভাই
০৪। ওস্তাদ-সাদী
০৫। ঝামেলা-আমি!

ঝামেলা গল্পটা আমার আগে পড়া ছিল না। মেহেদি ভাই এর কাছ থেকে বই পান্ডূলিপি এনে পড়া শুরু করলাম। গল্পটা একটা আজব পরিবারের উদ্ভট অ্যাডভেঞ্চার নিয়ে। গল্প পড়ে নিজের মত করে স্ক্রিপ্টিং করলাম। সেই স্ক্রিপ্ট, সম্পদ ভাই এর স্যাম্পল পেজ, কভার ড্রয়িং, মেহেদি ভাই এর ডকুমেন্ট ইত্যাদি নিয়ে একদিন যেয়ে দেখা করে আসলাম সেগুনবাগিচার সেবা প্রকাশনীর অফিসে লিজেন্ড কাজী আনোয়ার হোসেনের সাথে। স্ক্রিপ্ট পড়ে উনি ফিডব্যাক জানালেন। তারপর আবার বসলাম গল্প নিয়ে। স্ক্রিপ্ট ফাইনাল করে থাম্বনেইল করে ফেললাম। ৩০ পেজে থাম্বনেইল শেষ করার পর শুরু করলাম ড্রয়িং। ঢাকা কমিক্স স্টূডিওতে বসে রুটিন করে প্রতিদিন কমিক পেজের কাজ চলছে। এখনো বই এর কাজ শেষ হয়নি তবে মাঝের আপডেট দিয়ে রাখি ব্লগে। আশা করি বই টা ফেব্রূয়ারি মেলায় দারুন একটা কাজ হবে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন