ফাইন্ডিং বাংলাদেশের আদনান ভাই এর সাথে পরিচয় মেহেদি ভাই এর অফিসে। আগে থেকেই প্রজেক্টটা সম্পর্কে জানতাম। পরে আদনান ভাই এর কাছে সিকুয়েল এর কাজ হচ্ছে জানতে পারলাম। তখন অ্যানিমেশনের কাজ চলছিল। মেহেদি ভাই একটা স্টোরি করছেন। আমাকে বললেন আর একটা গল্পে কাজ করতে চাই কিনা। গল্পটা ছিল সুন্দরবনের বন বিবি এর উপরে প্রচলিত কাহিনী। শুনে ইন্টারেস্টিং লাগল-রাজি হয়ে গেলাম।
অ্যাানিমেশান এর প্ল্যানটা ছিল স্টিল ফ্রেমের উপরে কিছু এলিমেন্ট দিয়ে এ্যানিমেশান-সাথে ব্যাকগ্রাউন্ডে ন্যারেশান। স্ক্রিপ্ট টা শুনলাম, থাম্বনেইল ড্রয়িং গুলো রেডি করলাম।তারপর একটু এক্সপেরিমেন্টাল ধাঁচেই কাজটা শুরু করে দিলাম। ফাইন্ডিং বাংলাদেশ মুক্তি পাবে জানুয়ারী ২০১৭ তে-আশা করি ভালই লাগবে সবার! অ্যানিমেশন কিছু স্টীল ছবি ব্লগে দিয়ে রাখছি।
অ্যাানিমেশান এর প্ল্যানটা ছিল স্টিল ফ্রেমের উপরে কিছু এলিমেন্ট দিয়ে এ্যানিমেশান-সাথে ব্যাকগ্রাউন্ডে ন্যারেশান। স্ক্রিপ্ট টা শুনলাম, থাম্বনেইল ড্রয়িং গুলো রেডি করলাম।তারপর একটু এক্সপেরিমেন্টাল ধাঁচেই কাজটা শুরু করে দিলাম। ফাইন্ডিং বাংলাদেশ মুক্তি পাবে জানুয়ারী ২০১৭ তে-আশা করি ভালই লাগবে সবার! অ্যানিমেশন কিছু স্টীল ছবি ব্লগে দিয়ে রাখছি।
অসাধারণ কাজ বস।
উত্তরমুছুন