সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬

কিশোর আলো প্রচ্ছদ

যেকোন কিছুর কভার আঁকতে গেলে আমি সব সময় একটা ঝামেলার মধ্যে পড়ি। কম্পোজিশান, ডিজাইন, টাইটেল ইত্যাদি সব মিলিয়ে কভার ড্রয়িং ইলাস্ট্রেশান আর গ্রাফিক ডিজাইন দুইটা সেন্স কাজে লাগানোর মত একটা জটিল ব্যাপার। ডিসেম্বর কিশোর আলো সংখ্যার জন্য কভার করলাম। ফটোশপ ফাইল ক্র্যাশ করায় পুরা কাজ দুইবার করতে হল!

1 টি মন্তব্য: