ইন্ডিয়া ট্যুরের প্ল্যান প্রোগ্রামের শুরু মেহেদি ভাই এর নারায়ন দেবনাথ কমিক এওয়ার্ড প্রাপ্তি নিয়ে। ডিসেম্বরে এওয়ার্ড আনতে মেহেদি ভাই মিতু আপু যাচ্ছেন কোলকাতা। যা থাকে কপালে ভেবে ভিসার জন্য অ্যাাপ্লাই করে ফেললাম। সাথে যোগ দিলেন হাজ্জাজ ভাই। বিশাল প্ল্যান প্রোগ্রাম রেডি হয়ে গেল-১০ দিনের ট্যুর। কোলকাতায় অ্যাওয়ার্ড প্রোগ্রামে এ্যাটেন্ড করে বের হয়ে পড়ব আমরা দিল্লির উদ্দেশ্যে। সেখানে ঘুরা ঘুরি করে যাওয়া হবে আগ্রা, তারপর সেখান থেকে রাজস্থানের রাজধানী জয়পুর দেখে আবার কোলকাতা হয়ে ঢাকা।
ঘুরা ঘুরি ছিল দারুন-ইন্ডিয়ার ট্রেন জার্নি, রাস্তা ঘাটে ঘুরে ঘুরে যাচ্ছেতাই খাওয়া দাওয়া, হোস্টেলে একদল বিদেশী এর সাথে থার্টি ফার্স্ট, তাজমহলের বিশালতা, জয়পুরের দূর্গে হাওয়া খাওয়া-আরো কত শত যে কাহিনী! সেসব কাহিনী এখানে না লিখে স্কেচবুক আর নতুন কেনা ক্যামেরা নিয়ে করা একটা এক্সপেরিমেন্ট এখানে আপলোড করে রাখি। ইন্ডিয়ায় স্কেচবুকে টুকটাক নোট নেবার সাথে সাথে নতুন কেনা ক্যামেরা দিয়ে খুট খাট ছবিও তুলেছিলাম অনেক। সেগুলো মিলিয়ে ঝিলিয়ে কিছু ইলাস্ট্রেশান।
ঘুরা ঘুরি ছিল দারুন-ইন্ডিয়ার ট্রেন জার্নি, রাস্তা ঘাটে ঘুরে ঘুরে যাচ্ছেতাই খাওয়া দাওয়া, হোস্টেলে একদল বিদেশী এর সাথে থার্টি ফার্স্ট, তাজমহলের বিশালতা, জয়পুরের দূর্গে হাওয়া খাওয়া-আরো কত শত যে কাহিনী! সেসব কাহিনী এখানে না লিখে স্কেচবুক আর নতুন কেনা ক্যামেরা নিয়ে করা একটা এক্সপেরিমেন্ট এখানে আপলোড করে রাখি। ইন্ডিয়ায় স্কেচবুকে টুকটাক নোট নেবার সাথে সাথে নতুন কেনা ক্যামেরা দিয়ে খুট খাট ছবিও তুলেছিলাম অনেক। সেগুলো মিলিয়ে ঝিলিয়ে কিছু ইলাস্ট্রেশান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন