বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

বাচ্চাদের বই

ফেব্রুয়ারি এর কাজ আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। বই মেলায় আমার খুব বেশি কাজ করা হয় না। এখন পর্যন্ত কাজ করা চিল্ড্রেন বুক হিসেব করলে দেখা যাবে বড়জোর তিন চারটা। বাচ্চাদের জন্য আঁকা অনেক কঠিন লাগে আমার কাছে। এখন পর্যন্ত আমার যত গুলো কাজে বাচ্চাদের মতামত নিতে গেছি সব গুলোতেই দেখা গেছে বাচ্চাদের টেস্টের সাথে আমার টেস্ট একদম ১৮০ ডিগ্রি উলটো। বাচ্চারা এনাটমি, কালার, কম্পোজিশন এসব নিয়ে মাথা ঘামায় না। আবার অবচেতন মনে এই জিনিসগুলো ঠিক ই বুঝতে পারে। ফলে বাচ্চাদের জন্য আঁকার বিষয়টা অনেক জটিল।

যাই হোক-এবার মেলার জন্য দুটো চিল্ড্রেন বুকের ইলাস্ট্রেশান এর কাজ করলাম। যদিও বই দুটোকে ঠিক বাচ্চাদের বলা যাবে না। কিশোর উপযোগী বই বলা যেতে পারে। দুটো বই তেই লেটারিং এ অনেক সাহায্য করেছে মাহাতাব। ভাল মন্দ কেমন দাঁড়াবে জানি না-কভার শেয়ার করে রাখলাম ব্লগে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন