বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

ক্যারিকেচার-১৮

ফেসবুকে আমার পেজ Arts By Rats এ কমিশন ক্যারিকেচার করতে শুরু করি ২০১৫ তে। আস্তে আস্তে এখন ক্যারিকেচারের আইডিয়া বেশ ভালই জনপ্রিয়। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, ফেয়ারওয়েল আরো হাবি জাবি নানান অকেশনের ক্যারিকেচার করা হচ্ছে ইদানিং! কমিশন ক্যারিকেচারে কিছু কাজে রেস্ট্রিকশন থাকে ফেস ডিসটর্শনে, আবার অনেক জায়গায় বেশ মজা করে কাজ করার সুযোগ থাকে বিভিন্ন থিম, অথবা ব্যাকগ্রাউন্ডের ডিজাইনের কাজে। রিসেন্টলি করা কিছু কাজ ব্লগে দিয়ে রাখছি।
















প্রতিটা ক্যারিকেচারের পেছনে এক এক রকমের গল্প আছে! অনেক মানুষের সাথে পরিচয় হয়, তাদের প্রত্যেকের এক এক রকম আবেগের জায়গা থেকে তারা ক্যারিকেচারের কাজ করান। সেগুলো বুঝে তাদের পছন্দ মত ছবি এঁকে দেয়াটা একদিকে চ্যালেঞ্জিং আবার অন্য দিকে অসম্ভব স্যাটিসফাইং একটা ব্যাপার। এগুলো নিয়ে একদিন লেখা যাবে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন