প্রতি সপ্তাহে রবি সোম বারের দিকে মোটামুটি নিয়ম করে মোবাইলে একটা মেসেজ আসে-আসিফ ভাই...জিতু। গোল্লাছুটের সম্পাদক রিয়াদ এর রিমাইন্ডার পেয়ে মাথায় আসে আয় হায়-এই সপ্তাহের স্ট্রিপ তো আকা হয় নাই! প্রতিবার ই ভাবি জিতু এর গোটা দশেক স্ট্রিপ একবারে করে পাঠায় রেখে দেই, কিন্তু কাজের বেলায় দেখা যায় হাবি জাবি একশ কাজের মধ্যে ভুলে যাই আর করা হয় না। মেসেজ পাবার পর ভাবতে বসি এবং পাঠাচ্ছি ভাই, এইতো হয়ে গেছে, বুধবার পর্যন্ত একটু জায়গা রাখেন এসব করতে করতে একটা আইডিয়া দাঁড়া করে কমপ্লিট করে পাঠিয়ে দেই। এভাবেই চলছে জিতু স্ট্রিপ দেখতে দেখতে তিন বছর!
কিছু স্ট্রিপ ব্লগে দিয়ে রাখি।
কিছু স্ট্রিপ ব্লগে দিয়ে রাখি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন