শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

ফ্রিল্যান্সিং

বর্তমান আর্টিস্ট জীবনে ফ্রিল্যান্সিং এক অবিচ্ছেদ্য অংশ। সহজ বাংলাআয় খ্যাপের কাজ-সেটারই একটা গালভরা নাম ফ্রিল্যান্সিং-বা আউটসোর্সিং। দেশ বিদেশের নানান কাজে ফ্রিল্যান্স করে অনেক ছবি আকা হয়েছে। প্রথম দিকে কেবল দেশের খ্যাপের কাজ-ই করা হত, তখন সবাই ফ্রিল্যান্সিং কর কোন সাইটে-এই প্রশ্ন জিজ্ঞাসা করলে হেহে একটা হাসি দিয়েই চলে আসতাম। গত বছর লকডাউনে বসে রীতিমত ঘাটাঘাটি করে ফাইভার এ কাজ করা শুরু করলাম। শুরুর দিকেই বিগিনারস লাক হিসাবে বেশ কিছু কাজ পেয়ে করতে শুরু করি। একেবারে তলা থেকে শুরু করলেও আস্তে আস্তে কিছু টুক টাক ভালই কাজ আসতে শুরু করেছে। ফ্রিল্যান্সিং যদিও খুব কষ্টকর এবং হিসাব করলে ওর্থহোয়াইল কাজ না-তারপরেও কিছুটা টাকার দায়েই বেশ অনেক গুলি কাজ করা হয়ে গেছে। আর তার পাশাপাশি একটা নেটওয়ার্ক তৈরী হয়েছে যেখান থেকে মুটা মুটি রেগুলার কাজ পাওয়া যায়।

ফ্রিল্যান্স খ্যাপে করা কিছু পছন্দের কাজ এখানে দিয়ে রাখি। কাজ করতে করতে অনেক কিছু শেখাও হয়েছে ডিজিটাল পেইন্টিং এর-যেগুল এখন অনেক কাজে দেয়-লাভের লাভ এটাই।











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন