মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

লাইভ জম্বি

 লকডাউনে ফেসবুক, ইউটিউব, টুইচ, ডিসকর্ড-সবাই লাইভ ব্রডকাস্ট করার সুবিধা দিয়ে লাইভ আড্ডা দেবার একটা আপাত সুযোগ করে রেখেছে। নেই চায়ের কাপ, নেই রাস্তার গাড়ির হর্নের আওয়াজ, নেই খোলা বাতাসে স্কেচবুকের পাতা উলটানো, নেই পিপড়া আর মানুষের সারির দিকে তাকিয়ে সাবজেক্ট খোজা, নেই চোখ-মুখ-কান-গাছ-লতা-পাতা-আকাশ-মেঘ-ফুলের পাপড়ি-আছে কেবল কিছু ১ আর ০। ১ আর ০ এর উলট পালট কম্বিনেশনে অর্থ খোজা, কথা বলা-নিজেকে বিলিয়ে দেওয়া ১ আর ০ এর জগতে। ম্যাট্রিক্সের চাদর টা উঠে গেলে নেটিজেনদের ১ আর ০ এর দুনিয়াতে আড্ডা দেওয়ার ফিলিং আসেনা-অসীম শুন্যের দিকে নিজেকে আর একটা ১ আর ০ এর স্ট্রিমে পরিনত করে ছুড়ে দেওয়ার ফিলিং আসে। আগডুম বাগডুম এসবের ভেতরেই যতটা আর একটা জীবিত মানুষের কাছে আসা যায়-সেভাবেই একটা লাইভ পেইন্টিং করা ইউটিউবে। লাইভে আকা জম্বি আজকে ব্লগে।



২টি মন্তব্য: