আঁকব কী? কিছু আকার পাই না-কী আকতে চাই, একে কী করতে চাই, কেন আকতে চাই, কার মত আকতে চাই-একশো প্রশ্ন সারাদিন সারাক্ষন মাথায় ঘুরপাক খায়। এঁকে খাই নাকি খাওয়ার জন্য আঁকি? প্রশ্ন প্রশ্ন প্রশ্ন- টাও প্রিনিস্পালে নাকি জীবনের কোন উদ্দেশ্য নেই, লক্ষহীনতাই ব্রক্ষ্মান্ডের শেষ কথা। জীবদ্দশায় তো পৃথিবীর রহস্যের তল পাব না-তাই আকি। বেচে থাকতে আকি, আকার মধ্যে বাচি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন