মঙ্গলবার, ২২ জুন, ২০২১

জুনের শেষে লকডাউনে

খুলনায় বাড়ি এসেছিলাম কিছু কাজে কদিনের জন্য। কাজ হলেও থমথমে একটা আবহাওয়া চারপাশে। পাচটার পরে দোকান হাট বন্ধ, রাস্তায় পুলিশের কড়াকড়ি, মাস্ক এটে হেটে বেড়ান-তার মধ্যে বর্ষা। তুমুল বর্ষা-দিন রাত এক হয়ে যাচ্ছে জল কাদায়। লকডাউন, করোনা, শিফটিং, হাজারো টেন শন মাথায় নিয়ে নিজের কাজ কিছু হয়নি। টুকটাক স্টাডি, থ্রিডি সফটওয়্যারে গুতো গুতি, আর স্ট্রেস রিলিফ পেইন্টিং। সব কিছু জড়ো করে ব্লগে দিয়ে রাখছি। অস্থির সময়ের স্বাক্ষর হয়ে থাকুক ছবিগুলো।

নিজের কমিকের কিছু ক্যারেক্টারের মধ্য দিয়ে স্টাডি এর কাজ গুলো করছি ইদানিং-এটা বেশ কাজে দেয়। নিজের প্রজেকট টারও খানিকটা প্রগ্রেস হচ্ছে আবার পেইন্টিং স্টাডি ও হচ্ছে। আর ইদানিং থ্রীডি দারুন ভাবে স্টাডি তে কাজে দিচ্ছে। থ্রিডি শেখার জন্য তো বটেই-একই সাথে এনাটমি শিখতে থ্রিডি আসলে দারুন কাজের একটা জিনিস-সব দিক ঘুরিয়ে যখন দেখা যায় তখন মাসল গুলোর আগা-আর গোড়া- এটা বুঝতে খুব হেল্প হয়। আরো করতে থাকব এই স্টাডি গুলো-চলবে। 










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন