কিছুদিন আগে একটা অনলাইন কোর্সে রেজিস্টার করলাম। cgmasteracademy.com এ ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্ট ডিজাইনে ভর্তি হবার পরে ক্লাস শুরু হল জুলাই এর ২৩ তারিখের দিকে। ৮ সপ্তাহের কোর্স-প্রায় ৫ সপ্তাহ হতে চলছে। অনলাইন কোর্স টা করার উদ্দেশ্য ছিল নিজের প্রসেস গুলো অন্যদের সাথে যাচাই বাছাই করা এবং কিছু ফিডব্যাক পাওয়া নিজের কাজ সম্পর্কে।
অনলাইনে লেকচার, লাইভ ক্লাস, ফিডব্যাক সেশন, এসাইনমেন্ট এগুলোর ব্যস্ততার সাথে সাথে নিজের কাজ, অফিস সামলে ব্লগে অনেক দিন কিছু লেখা হচ্ছে না। ভাবলাম অনলাইনে ক্লাসের কিছু শেখা কি পয়েন্ট আকারে নিজের ব্লগে লিখে রাখি নইলে দেখা যাবে নিজেই ভুলে যাব কদিন পর।
প্রথম সপ্তাহঃ
প্রথম সপ্তাহে কাজ ছিল সাদাকালো ছবি দেখে নিজের মত করে সেটার ভ্যালু পেইন্টিং করা। এবং এটা করার সময় প্রত্যেক স্টেপে কি কি ভাবছি সেগুলো নোট ডাউন করা। করতে যেয়ে যা যা শিখলামঃ
০১। ছবিতে ওভার কমপ্লিকেটেড শেপস এড়ান।
০২। পারলে লেয়ার মেইন্টেইন করা ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন মিড গ্রাউন্ডের।
০৩। এটমোসফিয়ার এড করে ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট কে আরও দূরে সরান। এটমোসফিয়ার এড করা মানে দেখা যায় গ্রাউন্ড লেভেলের কাছা কাছি হালকা ফগ বা ডাস্ট এর ইফেক্ট যোগ করা।
০৪। সব থেকে ইম্পর্টেন্টঃ ভ্যালু রেঞ্জ সিলেক্ট করা। সব থেকে কাছের এলিমেন্ট আমরা সাধারনত ডার্ক করি। আর দূরে গেলে হালকা করতে থাকি। এর সাথে এটাও মাথায় রাখতে হবে যে কাছের এলিমেন্টে কনট্রাস্ট বেশি থাকবে এবং দূরে গেলে কমতে থাকবে। মানে কাছের এলিমেন্টে হাইলাইট ও ব্রাইট শ্যাডো ও একদম ব্ল্যাক অর্থাৎ ভ্যালুর রেঞ্জ হাই-কনট্রাস্টিং ভ্যালু। কিন্তু দূরে গেলে তাদের ভেতরে ভ্যালু রেঞ্জ কমতে থাকবে।
০৫। টেক্সচার ব্রাশ আন্দাজে দাগ চালালে কাযে দিবে না। বড় সাইজের টেক্সচার ব্রাশ দিয়ে দুই এক টান দিয়ে তারপরে সেটাকে বেজ করে নিজের মত রেণ্ডারিং করা যায়।
প্রথম সপ্তাহে আমার এসাইন্মেন্টঃ
খুব ভালো হচ্ছে আসিফ।
উত্তরমুছুনভাইয়া,যেকেউই কি রেজিস্ট্রেশন করতে পারবে?
উত্তরমুছুনyou can check the course and registration at
মুছুনhttps://www.cgmasteracademy.com/
I think there are prerequisites for some courses.