বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮

অনলাইন ক্লাশ-৪

অনলাইন ক্লাশ সিরিজের চতুর্থ পর্বঃ

৪র্থ সপ্তাহঃ

এ সপ্তাহে ক্লাস ছিল ভ্যালু পেইন্টিং এর উপরে। ভ্যালু এর সম্পর্কে প্রথম পর্বে বেশ কিছু লিখেছি। এখানে নতুন যে কী পয়েন্ট গুলো বুঝলাম সেগুলো লিখে রাখি।

০১। ভ্যালু পেইন্টিং এ শুরু থেকে নিজেকে একটা লো ভ্যালু রেঞ্জে রেস্ট্রিক্ট রাখা জরুরী। ছবি এর ম্যাক্সিমাম কাজ ২০-৮০ এই ভ্যালু এর মধ্যে করে ফেলা সম্ভব। তারপরে একদম শেষে রেখে দেয়া উচিত সব থেকে ডার্ক আর সব থেকে ব্রাইট ভ্যালু। 

০২। ছবিতে টেক্সচার আনতে যেয়ে নয়েজ যেন চলে না আসে। যেকোন কিছু পেইন্টিং এ এপ্লাই করার আগে ভাবা দরকার কম্পোজিশনে এটার ভুমিকা কী এবং যদি সেটা দরকার না হয় তাহলে যত রেন্ডার করতেই ইচ্ছা করুক সেটাকে এভয়েড করা।

০৩। এক্সট্রিম লাইট সাধারনত ভিউয়ার কে আমরা যেদিকে লিড করতে চাই সেখানে এপ্লাই করা ভাল।

০৪। থাম্বনেইল পেইন্টিং এ হার্ড ব্রাশ ব্যবহার করে চেষ্টা করতে হবে যত বড় শেপে কম্পোজিশোন লক করা যায়।

এ সপ্তাহের এসাইনমেন্ট ছিল আগের ৬ টা থাম্বনেইলের ভ্যালু পেইন্টিং এবং একই সাথে নতুন ৩ টা ভ্যালু থাম্বনেইল নিজের ইচ্ছা মত।




২টি মন্তব্য:

  1. এইখানে একটু মাখায়ে গেছে। ফ্ল্যাট ফেইজটা বরং কন্ট্রোলে ছিলো।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হু এখন দেখে মনে হচ্ছে-পার্সপেক্টিভ বাজে অবস্থা

      মুছুন