অনলাইন ক্লাশ সিরিজের তৃতীয় পর্বঃ
৩য় সপ্তাহঃ
এ সপ্তাহের ক্লাস ছিল ফর্ম ল্যাংগুয়েজ। যেকোন এনভায়রনমেন্ট বা এলিমেন্ট বা ক্যারেক্টার ডিজাইনে প্রথম স্টেপ ফর্ম ল্যাংগুয়েজ নিয়ে স্টাডি। এটা সিলুয়েটে হতে পারে-হতে পারে লাইন আর্টে-এমন কি ছোট কালার স্টাডি তেও হতে। তবে সব গুলোতেই ওভার অল ফর্ম এবং তার ভ্যারিয়েশন নিয়ে ভাবতে হবে।
এ সপ্তাহের কী পয়েন্টঃ
০১। ফর্মের ভ্যারিয়েশনের জন্য কালচার, ভিজুয়াল লাইব্রেরি, গ্রাফিকাল শেপ এগুলো নিয়ে প্রথমে রেফারেন্স ঘাটতে হবে।
০২। ফর্মের সাথে এডিটিভ, সাবট্রাকটিভ, মাল্টিপ্লিকেটিভ বা ডিভাইসিভ যেকোন ভাবে ভ্যারিয়েশান আনা সম্ভব। এর মানে হল একটা ফর্মের সাথে আর সেম ফর্মকে জোড়া লাগান-সেখান থেকে কিছু বাদ দেয়া-রোটেট করা-রিপিট করা-ছোট বড় করা-এসব নানা টেকনিকে একটা ফর্ম থেকেই আরো বেশ কিছু ফর্ম আনা যায়।
০৩। ফর্ম ডিজাইনের আগে কয়েকটা সিম্পল শেপে নিজেকে রেসট্রিক্ট করে নেয়া ভাল।
০৪। ফর্ম ডিজাইনের সময় ফর্মে লাইট শ্যাডো সহ ভাবা ভাল। এতে কোথায় শার্প টার্ন নিচ্ছে বা কোথায় সফট এজ হচ্ছে সেগুলো ডিজাইনে চলে আসে।
০৫। ডার্ক ভ্যালু ব্যবহারে দেখা যায় একটা ভয় কাজ করে কিন্তু এটা ফর্মে খুব বেসিকে চিনতে শেখায় এবং এটার প্র্যাকটিস করা উচিত।
এই সপ্তাহের এসাইনমেন্ট ছিল যেকোন এলিমেন্ট নিয়ে ভেবে সেটার ১৫ টা ফর্মের ভ্যারিয়েশান ভাবা। এটা করতে গেলে দেখা যায় ৪-৫ টা করার পর আর মাথায় আসতে চায় না। কিন্তু এই প্র্যাকটিস টা চালু না রাখলে আসলে ডিফারেন্ট ডিজাইন পাওয়া সম্ভব না।
৩য় সপ্তাহঃ
এ সপ্তাহের ক্লাস ছিল ফর্ম ল্যাংগুয়েজ। যেকোন এনভায়রনমেন্ট বা এলিমেন্ট বা ক্যারেক্টার ডিজাইনে প্রথম স্টেপ ফর্ম ল্যাংগুয়েজ নিয়ে স্টাডি। এটা সিলুয়েটে হতে পারে-হতে পারে লাইন আর্টে-এমন কি ছোট কালার স্টাডি তেও হতে। তবে সব গুলোতেই ওভার অল ফর্ম এবং তার ভ্যারিয়েশন নিয়ে ভাবতে হবে।
এ সপ্তাহের কী পয়েন্টঃ
০১। ফর্মের ভ্যারিয়েশনের জন্য কালচার, ভিজুয়াল লাইব্রেরি, গ্রাফিকাল শেপ এগুলো নিয়ে প্রথমে রেফারেন্স ঘাটতে হবে।
০২। ফর্মের সাথে এডিটিভ, সাবট্রাকটিভ, মাল্টিপ্লিকেটিভ বা ডিভাইসিভ যেকোন ভাবে ভ্যারিয়েশান আনা সম্ভব। এর মানে হল একটা ফর্মের সাথে আর সেম ফর্মকে জোড়া লাগান-সেখান থেকে কিছু বাদ দেয়া-রোটেট করা-রিপিট করা-ছোট বড় করা-এসব নানা টেকনিকে একটা ফর্ম থেকেই আরো বেশ কিছু ফর্ম আনা যায়।
০৩। ফর্ম ডিজাইনের আগে কয়েকটা সিম্পল শেপে নিজেকে রেসট্রিক্ট করে নেয়া ভাল।
০৪। ফর্ম ডিজাইনের সময় ফর্মে লাইট শ্যাডো সহ ভাবা ভাল। এতে কোথায় শার্প টার্ন নিচ্ছে বা কোথায় সফট এজ হচ্ছে সেগুলো ডিজাইনে চলে আসে।
০৫। ডার্ক ভ্যালু ব্যবহারে দেখা যায় একটা ভয় কাজ করে কিন্তু এটা ফর্মে খুব বেসিকে চিনতে শেখায় এবং এটার প্র্যাকটিস করা উচিত।
এই সপ্তাহের এসাইনমেন্ট ছিল যেকোন এলিমেন্ট নিয়ে ভেবে সেটার ১৫ টা ফর্মের ভ্যারিয়েশান ভাবা। এটা করতে গেলে দেখা যায় ৪-৫ টা করার পর আর মাথায় আসতে চায় না। কিন্তু এই প্র্যাকটিস টা চালু না রাখলে আসলে ডিফারেন্ট ডিজাইন পাওয়া সম্ভব না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন