প্রথম আলোর সাপ্তাহিক স্যাটায়ার ম্যাগাজিন রস-আলো এর রুশরসে করা কিছু কাজ।
Hi this is Asifur Rahman aka Arts by Rats (artsbyrats if you prefer)! I am a freelance artist from Bangladesh. I mostly draw characters, comic books and concept art. I know-sounds like a jack of all trades and master of none which in fancy terms can be called a generalist. But I just love digital art and I am always looking for new avenues to explore and incorporate into my art! Welcome to my blog!
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩
মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩
ফিগার ড্রয়িং: ০২
বুধবার, ১৩ নভেম্বর, ২০১৩
গ্রাফিক ট্যাব
আঁকা আঁকি শুরু করার পর বিভিন্ন জনের কাছে বিভিন্ন জায়গায় সব থেকে বেশি যে প্রশ্নটা শুনেছি তা হল ভাই গ্রাফিক ট্যাব কোনটা ভাল-কোনটা কিনব? আমাকে এই প্রশ্ন বেশি করার কারন বোধ হয় যে আমার সব কাজ ই মুটা মুটি ডিজিটাল। আমার আঁকা আঁকির শুরু-ই হয় শখের বশে এবং ফটোশপে। ফলে জলরং, তেল রঙ বা অন্য কোন মাধ্যমে শেখা হয়নি কখনো। ডিজিটাল আঁকিয়ে হবার কারনে আরো একটা পরিস্থিতিতে মাঝে সাঝে পড়তে হয় যে-ও আচ্ছা ফটোশপে আঁকেন। এর পরে আর কোন কথা থাকে না সাধারনত। প্রশ্নকর্তা যা বোঝার বুঝে যান আমিও যা বুঝি তাই বুঝে চলে আসি। (এই বিতর্কের শেষ নাই-তাই এ প্রসংগ না বাড়াই।)
যাই হোক এই পোস্টের উদ্দেশ্য ডিজিটাল এনালগ নিয়ে না-আমার গ্রাফিক্স ট্যাবের ইতিহাস নিয়ে। ছবি আঁকতে যখন শুরু করলাম এবং যখন ভাল লাগতে শুরু করল বিষয়টা তখন বিপুল উৎসাহে শুরু করলাম বিভিন্ন ইউটিউব ভিডিও দর্শন। স্পিড পেইন্টিং, কালার টিউটো, ডিজিটাল পেইন্টিং, সিজি ইত্যাদি হাবি জাবি দেখে মাথায় ঢুকল একখানা গ্রাফিক্স ট্যাবের অভাবেই আমার প্রতিভার পুর্ন বিকাশ ঘটতে পারতেছে না! (এই ধারনা অবশ্য আমার যেকোন গ্যাজেটের জন্যই প্রযোজ্য!) যেই ভাবা সেই কাজ, আইডিবি ঘুরে কিনে ফেললাম জিনিয়াসের ইজি পেন সিরিজের একখানা ট্যাব, দাম ছিল বোধ হয় ৬০০০ এর মত। এবার আর কে পায় এই মুডে আঁকা আঁকি শুরু করতে যেয়েই ঠোকর খেলাম। বিষয় কি-কিছু হচ্ছে না কেন? কি আঁকতেছি কি হইতেছে? মনিটরে তাকায় হাত নিচে রেখে কি আঁকা সম্ভব? ঘটনা কি?
এইসব ভাবতে ভাবতে এবং ট্যাবে আঁকতে যেয়ে ব্যাপক বিরক্ত হইতে হইতে আঁকা আঁকিতেই মুটা মুটি উৎসাহ হারায় ফেললাম। ট্যাব পড়ে থাকল ট্যাবের মত, আমার আঁকা আঁকি চলতে থাকল খাতায়, স্কেচ প্যাডে, রাস্তা পথে, মাঠে ঘাটে! ট্যাবের পেনের ভিতরে ব্যাটারি টাও দিব্যি পুরনো হতে হতে একদিন অ্যাসিড গলে গেল নষ্ট হয়ে। বহুত দিন পরে ট্যাবটা হাতে নিয়ে টের পেলাম তিনি বহু আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রথম ট্যাব কেনা পুরাই মাঠে মারা গেল।
কী করা যায় এখন? গ্রাফিক্স ট্যাব ছাড়া তো ডিজিটালে আঁকা সম্ভব না! এই ধারনা পুরাই ১৮০ ডিগ্রি চেঞ্জ হইল মেহেদি ভাই এর কাজ কাম দেখে। কালার বিষয়টা যে প্রায় টারশিয়ারি এবং আমার গোড়ায় গলদ অর্থাৎ ড্রয়িং এই ভেজাল সেটা উপলব্ধি করলাম। ড্রয়িং চলতে থাকল এবং সাথে কালি কলমে ইংকিং, ছবি স্ক্যান করে ফটোশপে মাউস দিয়ে কি দুর্দান্ত কালার করা সম্ভব টের পাইলাম। নতুন উদ্যমে শুরু করলাম আবার আঁকা আঁকি! ল্যাসো, গ্রাডিয়েন্ট, হিউ স্যাচুরেশান-এই কয় টূলে যে তুখোড় প্রফেশনাল কালার হয় তা ব্যবহার না করলে বুঝার উপায় নেই।
চলতে লাগল মাউসে কালার, কিন্তু যাই বলি, মাউসে কালার বেশ সময় সাপেক্ষ। তাই ট্যাব কেনার ইচ্ছেটা আবার মাথা চাড়া দিল। বাজারে খুজে পেতে বের করলাম সবথেকে কমদামের একটা ট্যাব। এবারে আর আগের মত ফেলে রাখলাম না-যতটুকু পারি ততটুকুই কাজে লাগাবার চেষ্টা করলাম এবং আগের থেকে ঢের ভাল ফল পেলাম। অনেক দিন কাজ করি জিনিয়াসের এই ট্যাবটা নিয়ে। পরে এটা বিক্রি করে দিয়ে কিনি ওয়াকমের ইন্টুয়োস ৪ এবং এখনো ব্যবহার করছি এটাই।
এই বিশাল লেখার সারমর্ম তাহলে কী? সারমর্ম এটাই যে গ্রাফিক্স ট্যাব ছবি আঁকতে কাজে লাগে। প্রফেশনাল কাজ করতে গেলে ওয়াকম-ই লাগে। ওয়াকমের বাম্বু কিনেন আর ইন্টুস কিনেন, যেকোনটাতেই যথেষ্ট কাজ চালাবার মত অপশন পাবেন। ওয়াকম না কিনে জিনিয়াস কিনেন-তাতেও কোন সমস্যা নেই। জিনিয়াস দিয়ে কাজ করে চালিয়ে দিচ্ছে এমন মানুষের সংখ্যাও কম নেই। যেটাই কিনেন কেনার আগে একটু চিন্তা করে নিবেন আপনার কি কাজে ট্যাব দরকার এবং আপনি আঁকা আঁকির কোন পর্যায়ে আছেন। ডিজিটালে আঁকতে শুরু করলে ট্যাব কিনতে ইচ্ছা হবেই এবং প্রথম ট্যাব কেনার পরে আঁকা আঁকিতে হতাশা আসবেই। ট্যাবে শুরুতেই আপনার কাগজ কলমের স্কিল লেভেলে কাজ করতে পারবেন এই আশা করা ঠিক না। সময় লাগবে ধাতস্ত হতে, সেই সময়টুকু পর্যন্ত ধৈর্য ধরে আঁকা আঁকি চালিয়ে যান-খাতায় কলমে ফটোশপে, তাহলেই ট্যাব কেনা সার্থক!
যাই হোক এই পোস্টের উদ্দেশ্য ডিজিটাল এনালগ নিয়ে না-আমার গ্রাফিক্স ট্যাবের ইতিহাস নিয়ে। ছবি আঁকতে যখন শুরু করলাম এবং যখন ভাল লাগতে শুরু করল বিষয়টা তখন বিপুল উৎসাহে শুরু করলাম বিভিন্ন ইউটিউব ভিডিও দর্শন। স্পিড পেইন্টিং, কালার টিউটো, ডিজিটাল পেইন্টিং, সিজি ইত্যাদি হাবি জাবি দেখে মাথায় ঢুকল একখানা গ্রাফিক্স ট্যাবের অভাবেই আমার প্রতিভার পুর্ন বিকাশ ঘটতে পারতেছে না! (এই ধারনা অবশ্য আমার যেকোন গ্যাজেটের জন্যই প্রযোজ্য!) যেই ভাবা সেই কাজ, আইডিবি ঘুরে কিনে ফেললাম জিনিয়াসের ইজি পেন সিরিজের একখানা ট্যাব, দাম ছিল বোধ হয় ৬০০০ এর মত। এবার আর কে পায় এই মুডে আঁকা আঁকি শুরু করতে যেয়েই ঠোকর খেলাম। বিষয় কি-কিছু হচ্ছে না কেন? কি আঁকতেছি কি হইতেছে? মনিটরে তাকায় হাত নিচে রেখে কি আঁকা সম্ভব? ঘটনা কি?
এইসব ভাবতে ভাবতে এবং ট্যাবে আঁকতে যেয়ে ব্যাপক বিরক্ত হইতে হইতে আঁকা আঁকিতেই মুটা মুটি উৎসাহ হারায় ফেললাম। ট্যাব পড়ে থাকল ট্যাবের মত, আমার আঁকা আঁকি চলতে থাকল খাতায়, স্কেচ প্যাডে, রাস্তা পথে, মাঠে ঘাটে! ট্যাবের পেনের ভিতরে ব্যাটারি টাও দিব্যি পুরনো হতে হতে একদিন অ্যাসিড গলে গেল নষ্ট হয়ে। বহুত দিন পরে ট্যাবটা হাতে নিয়ে টের পেলাম তিনি বহু আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রথম ট্যাব কেনা পুরাই মাঠে মারা গেল।
কী করা যায় এখন? গ্রাফিক্স ট্যাব ছাড়া তো ডিজিটালে আঁকা সম্ভব না! এই ধারনা পুরাই ১৮০ ডিগ্রি চেঞ্জ হইল মেহেদি ভাই এর কাজ কাম দেখে। কালার বিষয়টা যে প্রায় টারশিয়ারি এবং আমার গোড়ায় গলদ অর্থাৎ ড্রয়িং এই ভেজাল সেটা উপলব্ধি করলাম। ড্রয়িং চলতে থাকল এবং সাথে কালি কলমে ইংকিং, ছবি স্ক্যান করে ফটোশপে মাউস দিয়ে কি দুর্দান্ত কালার করা সম্ভব টের পাইলাম। নতুন উদ্যমে শুরু করলাম আবার আঁকা আঁকি! ল্যাসো, গ্রাডিয়েন্ট, হিউ স্যাচুরেশান-এই কয় টূলে যে তুখোড় প্রফেশনাল কালার হয় তা ব্যবহার না করলে বুঝার উপায় নেই।
চলতে লাগল মাউসে কালার, কিন্তু যাই বলি, মাউসে কালার বেশ সময় সাপেক্ষ। তাই ট্যাব কেনার ইচ্ছেটা আবার মাথা চাড়া দিল। বাজারে খুজে পেতে বের করলাম সবথেকে কমদামের একটা ট্যাব। এবারে আর আগের মত ফেলে রাখলাম না-যতটুকু পারি ততটুকুই কাজে লাগাবার চেষ্টা করলাম এবং আগের থেকে ঢের ভাল ফল পেলাম। অনেক দিন কাজ করি জিনিয়াসের এই ট্যাবটা নিয়ে। পরে এটা বিক্রি করে দিয়ে কিনি ওয়াকমের ইন্টুয়োস ৪ এবং এখনো ব্যবহার করছি এটাই।
এই বিশাল লেখার সারমর্ম তাহলে কী? সারমর্ম এটাই যে গ্রাফিক্স ট্যাব ছবি আঁকতে কাজে লাগে। প্রফেশনাল কাজ করতে গেলে ওয়াকম-ই লাগে। ওয়াকমের বাম্বু কিনেন আর ইন্টুস কিনেন, যেকোনটাতেই যথেষ্ট কাজ চালাবার মত অপশন পাবেন। ওয়াকম না কিনে জিনিয়াস কিনেন-তাতেও কোন সমস্যা নেই। জিনিয়াস দিয়ে কাজ করে চালিয়ে দিচ্ছে এমন মানুষের সংখ্যাও কম নেই। যেটাই কিনেন কেনার আগে একটু চিন্তা করে নিবেন আপনার কি কাজে ট্যাব দরকার এবং আপনি আঁকা আঁকির কোন পর্যায়ে আছেন। ডিজিটালে আঁকতে শুরু করলে ট্যাব কিনতে ইচ্ছা হবেই এবং প্রথম ট্যাব কেনার পরে আঁকা আঁকিতে হতাশা আসবেই। ট্যাবে শুরুতেই আপনার কাগজ কলমের স্কিল লেভেলে কাজ করতে পারবেন এই আশা করা ঠিক না। সময় লাগবে ধাতস্ত হতে, সেই সময়টুকু পর্যন্ত ধৈর্য ধরে আঁকা আঁকি চালিয়ে যান-খাতায় কলমে ফটোশপে, তাহলেই ট্যাব কেনা সার্থক!
বুধবার, ৬ নভেম্বর, ২০১৩
স্টোরিটেলিং
হাইপারলিংক কমিকের ধারনাটা কিছুদিন আগে শিখলাম। কমিকের স্টোরি এগুবে রিডার
এর ইচ্ছানুযায়ী-বিভিন্ন অপশন থাকবে যে যেভাবে গল্পটা শেষ করে। অনেকটা
ছোটবেলায় পড়া create your own adventure বই গুলার মত। তন্ময় ভাই এর সাথে
বসে গল্প বানিয়ে কাজ কাম শুরু করে দিলাম। এক্সপ্রেশন আঁকা শিখতে অনেক হেল্প
হচ্ছে! কিছু ছবি ব্লগে আপলোড।
* কাজটা সাদা কালোতে করে ইংকিং বুঝতেও কাজে দিল!
বুধবার, ২৩ অক্টোবর, ২০১৩
কুইক জেশচার স্টাডি-০১
অনলাইনে একটা সাইট খুজে পাইলাম - http://www.quickposes.com/. সাইট মূলত
বিভিন্ন জেশচারের ছবি এবং সেই সাথে টাইম চ্যালেঞ্জে জেশচার প্র্যাকটিসের
বেশ মজার রেফারেন্স সাইট। ৬০ সেকেন্ড জেশচার ড্রয়িং এর চেষ্টা করলাম।
সেগুলো নিয়েই ব্লগে পোস্ট। অ্যানাটমি প্র্যাকটিসে মজা পাচ্ছি!
শনিবার, ১২ অক্টোবর, ২০১৩
কিশোর আলো-সংখ্যা ১
প্রথম আলো হাউজ থেকে ২০১২ সালে বৈশাখে বোধ হয় প্রথম বের হয় কিশোর পত্রিকা। বৈশাখী সংখ্যা হিসাবে দারুন ছিল-আর কিশোর দের বাংলাদেশী ম্যাগাজিন হিসাবে তো অনন্য। কমিক গুলার উপরে একটা আলাদা আগ্রহ তো ছিলই-সব্যদা, মেহেদি ভাই, আরাফাত সবার কমিক দেখে অনেক ভাল লেগেছিল। এ বছর শিশু মেলাতে ঢাকা কমিক্সের স্টলে বসে মেহেদি ভাই হুট করে বললেন আসিফ কমিক করবা নাকি, সামনে তো আবার কিশোর পত্রিকা বের হচ্ছে। এক বসায় ক্যারেক্টার, থাম্বনেইল, স্টোরি সব গুছিয়ে ৩ পেজের একটা কমিক করে ফেললাম জিতুকে নিয়ে। ছাপাও হয়ে গেল কিশোরে! দেশের প্রথম সারির একটা ম্যাগাজিনে প্রথম ছাপা হওয়া নিজের একটা গোটা কমিক-মনে হয় হাজার বার খুলে খুলে দেখেছি নিজের কমিকটা-এইটা ঠিক হইল না, আরো ভাল হইতে পারত, কত কি যে মাথায় আসে!
যাই হোক, কিশোর পত্রিকা এর মধ্যে শুনলাম মাসিক পত্রিকা হিসাবে বের করার উদ্যোগ চলছে। আমি নিজে নিরাশাবাদী হওয়ায় খুব একটা আমলে নিলাম না। কিন্তু গত মাসে শুনি বেশ জোরে সোরেই তোড়জোড় চলছে কিশোর কে মাসিক পত্রিকা হিসাবে বাজারে আনার। সিমু ভাই একদিন ফোন দিয়ে বলেও বসলেন একটা তিন পেজের কমিক ভাবতে। সেই ভাবনা গড়াল ১০ দিনে-পরে আবার ফোন পেয়ে সিরিয়াসলি ভাবতে বসলাম। ক্লাসের বন্ধুরা প্রায় পুরো গল্পটাই দাড়া করিয়ে দিল-আবার এক বসায় এঁকে পাঠিয়ে দিলাম কিশোর আলোর ঠিকানায়। অক্টোবরের ১ তারিখে বাজারেও চলে আসল কিশোর। পত্রিকার গেট আপ, আউটলুক দেখে সত্যিকারেই ইম্প্রেসড হলাম। ছোটবেলা থেকে আনন্দমেলা পড়ে বড় হয়েছি-ঐ মাপের একটা পত্রিকা আমাদের দেশ থেকেই বের হল এই বুড়োবেলায় আর সেই পত্রিকার একটা অংশ হয়ে গেলাম আমি! একদম সেই ছোটবেলার মত বার বার পত্রিকাটা খুলে খুলে দেখেছি ছবিগুলো!
প্রথম সংখ্যায় করা কিছু কাজ ব্লগে আপিয়ে রাখলাম।
যাই হোক, কিশোর পত্রিকা এর মধ্যে শুনলাম মাসিক পত্রিকা হিসাবে বের করার উদ্যোগ চলছে। আমি নিজে নিরাশাবাদী হওয়ায় খুব একটা আমলে নিলাম না। কিন্তু গত মাসে শুনি বেশ জোরে সোরেই তোড়জোড় চলছে কিশোর কে মাসিক পত্রিকা হিসাবে বাজারে আনার। সিমু ভাই একদিন ফোন দিয়ে বলেও বসলেন একটা তিন পেজের কমিক ভাবতে। সেই ভাবনা গড়াল ১০ দিনে-পরে আবার ফোন পেয়ে সিরিয়াসলি ভাবতে বসলাম। ক্লাসের বন্ধুরা প্রায় পুরো গল্পটাই দাড়া করিয়ে দিল-আবার এক বসায় এঁকে পাঠিয়ে দিলাম কিশোর আলোর ঠিকানায়। অক্টোবরের ১ তারিখে বাজারেও চলে আসল কিশোর। পত্রিকার গেট আপ, আউটলুক দেখে সত্যিকারেই ইম্প্রেসড হলাম। ছোটবেলা থেকে আনন্দমেলা পড়ে বড় হয়েছি-ঐ মাপের একটা পত্রিকা আমাদের দেশ থেকেই বের হল এই বুড়োবেলায় আর সেই পত্রিকার একটা অংশ হয়ে গেলাম আমি! একদম সেই ছোটবেলার মত বার বার পত্রিকাটা খুলে খুলে দেখেছি ছবিগুলো!
প্রথম সংখ্যায় করা কিছু কাজ ব্লগে আপিয়ে রাখলাম।
বুধবার, ২ অক্টোবর, ২০১৩
দস্তাবেজ-০৪
কিছুদিন ধরে ড্রয়িং কালার ইত্যাদি নিয়ে একটু পরীক্ষা নীরিক্ষা করার চেষ্টা
করতেছি। কালারে খুব মজার একটা জিনিস কয়েকদিন আগে মেহেদি ভাইয়া এর কাছ থেকে
শিখলাম-ফটোশপে হিউ-স্যাচুরেশান এ ডিস্যাচুরেট করে ভ্যালু দেখে দেখে কালার
করলে একটু সহজে কালার এর ডিসিশান গুলা নেয়া যায়। একই সাথে ল্যাসো টুল দিয়ে
কালারের ও একটা টেকনিক নিয়ে চেষ্টা চালাচ্ছি। সব কিছু মিল ঝিল করে দস্তাবেজ
পোস্ট!
Class friend Caricature |
ভ্যালু দেখে দেখে কালার |
লানা কেইন-আর্চার সিরিজ দেখে |
Pascal Campion এর ছবি দেখে উদ্বুদ্ধ হয়ে আঁকার চেষ্টা |
শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৩
গাবড়
ক্লাসে নতুন একটা কথা শিখলাম কয়দিন আগে-গাবড়-কথার মানে কি জানা নাই কিন্তু
নিজেকে অনেক দিন ধরে বেশ গাবড় গাবড় মনে হচ্ছে। অনেক কাজ কাম একসাথে নিয়ে
খুব বেশি ব্যস্ততায় দিন কাটছে! এর মধ্যে ঢাকা কমিক্সের সাথে ঘুরে আসলাম
ঢাকা পপ এক্সপো ২০১৩। স্কেচবুকিং করি না অনেক দিন-আঁকায় মনে হচ্ছে ছাপ চলে
আসছিল সেটার-শামিম এর কথা শুনে অনেক দিন পরে আবার খাতা কলম পেন্সিল নিয়ে
টেক্সচার এর কাজ করে বেশ মজা পেলাম। এখনো অনেক অনেক শেখার বাকি প্রতিনিয়তই
বুঝতেছি।
পপ এক্সপো নিয়ে আঁকা ফ্যান আর্ট |
নতুন ল্যাপটপ কিনে ফটোশপে দাগা দাগি |
একটা কমিক বই এর পেজ-অচিরেই বাজারে আসবে আশা করি |
সোমবার, ২৬ আগস্ট, ২০১৩
সাইকো
রবার্ট ব্লচ এর সাইকো বইটা পড়েছিলাম অনেক আগে। অসাধারন একটা থ্রিলার
উপন্যাস, দারুন প্লট টুইস্ট আর ক্যারেক্টার ছিল গল্পে। কয়েকদিন আগে দেখলাম
১৯৬০ সালে এই কাহিনী নিয়ে বানানো ছবি 'সাইকো'- পরিচালনায় আর এক গ্রেট
আলফ্রেড হিচকক। ছবি দেখে হাবি জাবি চিন্তার মধ্যে আঁকা ফ্যান আর্ট!
সোমবার, ১২ আগস্ট, ২০১৩
ফিগার ড্রয়িং: ০১
ইদানিং ফটো দেখে জেশচার, এনাটমি প্র্যাকটিস করার চেষ্টা চালাচ্ছি। কেমন আটকে যাচ্ছি মনে হচ্ছে, একই জায়গায় ঘুরপাক খাচ্ছি। আরো ভাল ভাবে জনিসগুলো বুঝতে চেষ্টা চালাচ্ছি।
ক্যারিকেচারঃ ০৩
ছোটবেলার বন্ধু বান্ধব এর বিয়ের পিড়িতে বসা শুরু হয়ে গেছে! সাদিক হোসেন অঞ্জন সেই তালিকায় প্রথম নাম লেখাল! কলেজে থাকতে একবার অঞ্জন-এর জন্য কেক কাটা হল-কেকে লেখা ছিল To the luckiest man alive-আবার সেই একই কথা বলতে ইচ্ছা করে এই দুই জনকে দেখে। (যদিও গত বার বলার কারন সম্পূর্ন ভিন্ন ছিল!) সুখে থাকুক অঞ্জন দূর প্রবাসে!
পেন্সিল |
ফটোশপ রাফ |
ফ্ল্যাট ব্লক |
হালকা শেড-নাফিসার চোখে সমস্যা |
বর্ডার লেখা ইত্যাদি দিয়ে শেষ করা |
ছবি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না-আরো সময় নিয়ে করা যেত।
মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৩
দস্তাবেজ-০৩
নতুন পুরাতন আরো কিছু ছবি নিয়ে ব্লগে দস্তাবেজ পোস্ট। সামনে ঈদ আসছে, বাসায় এসে ছুটি কাটাচ্ছি। পুরাতন শহর, পুরাতন বন্ধু বান্ধব, পুরাতন গল্প গুলো সব! life is good! :)
বুধবার, ২৪ জুলাই, ২০১৩
কমিক আপডেট
সম্প্রতি ওয়েবের জন্য নতুন একটা কমিক সিরিজ শুরু করলাম। 'নেভারিয়া'-ভিনগ্রহ নিয়ে সাই ফাই ধরনের কাহিনী। একই সাথে চলছে ঢাকা কমিক্সের জন্য জিতু এর কাজ। অচিরেই প্রকাশিতব্য ডাইজেস্টে জিতুর নতুন গল্প আসছে। দুই কমিক থেকেই পেজ প্রিভিউ আপলোড করে রাখলাম।
দস্তাবেজ-০২
নানাবিধ ব্যস্ততার কারনে (পড়ুন আলসেমি) ব্লগে অনেক দিন পোস্ট দিচ্ছি না। কাজ কর্ম একসাথে জড়ো করে তাই দস্তাবেজে পোস্ট দিয়ে রাখলাম একটা।
ফটো দেখে জেশচার প্র্যাকটিস-পায়ে গোলমাল! |
মারমেইড বানাবার চেষ্টা |
আর সেই সাথে চলছে ফিগার ড্রয়িং প্র্যাকটিস! ;) |
সোমবার, ১ জুলাই, ২০১৩
ক্যারিকেচারঃ ০২
হালের আলোচিত সমালোচিত একজন মডেলের ক্যারিকেচার করতে বসলাম। আবার নতুন করে পোর্ট্রেট ক্যারিকেচার স্টাডি চালাচ্ছি। যেহেতু আমাদের দেশি সেলিব্রেটিদের ক্যারিকেচার সেভাবে জনপ্রিয় না তাই চেহারা গুলো বুঝতে বেশ সময় লেগে যায়। মেহেদি ভাই এর এ ক্ষেত্রে একটা কাজের ফর্মুলা আছে-ক্যারিকেচারে যাবার আগে একটা পোর্ট্রেট এর মত এঁকে নেয়া। সেই অনু্যায়ী প্রথমে একটা ড্রয়িং করে নিলাম। এর পর ভাংচুর শুরু করে দেখলাম কেমন দেখায়। মুটা মুটি চেহারা টা আয়ত্বে আসার পর পেন্সিলে একটা রাফ ডিজাইন, স্ক্যান করে কারেকশন, ইংকিং এবং কালারিং করে শেষ করলাম ক্যারিকেচার। ফর্মে আঁকার চেষ্টা চালিয়ে যাচ্ছি, পোর্ট্রেট স্টাডি বেশ কাজে দিচ্ছে।
পোর্ট্রেট টাইপ স্টাডি |
ক্যারিকেচার ডিজাইন |
ফটোশপ কারেকশন |
ইংকিং |
ফাইনাল কালার। |
বুধবার, ২৬ জুন, ২০১৩
Fall Out Boys - Fan Art
অনেক দিন ভাল পাঙ্ক মিউজিকের ক্ষরায় ভুগতেছিলাম-সেই অভাব পুরন হইল Fall Out Boys এর Save Rock and Roll album দ্বারা! Light 'em up, Alone together, Where did the party go, Miss Missing you সব গুলা গান-ই চখাম! ব্যান্ড মেম্বার দের ক্যারিকেচার কাম পোর্ট্রেট পোস্ট-একই সাথে ফিগার, জেশচার, কালার স্টাডি ঝালিয়ে নিলাম-কালার পিকার ছাড়া রঙ করার চেষ্টা করলাম জাস্ট ফটো দেখে দেখে।
একই সাথে পেন্সিল আর ইংক ও দিয়ে রাখলাম। সেইসাথে একটা WIP!
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)